কন্টেন্ট রাইটার হতে চাইলে “প্রথমে” যা করতে হয়

কন্টেন্ট রাইটার হতে চাইলে প্রথমে যা করতে হয়

আপনি কন্টেন্ট রাইটিং করতে চান? হতে চান একজন কন্টেন্ট রাইটার? 

স্বাভাবিকভাবেই কন্টেন্ট রাইটিং একটি মজার কাজ। কিন্তু কাজটা কি আসলেই মজার? অবশ্যই মজার কিন্তু মজার করে নিতে হবে। আপনি যদি ভাবেন আপনি কন্টেন্ট রাইটিং এ আসবেন তাহলে যে কাজটি না করলেই নয় তা হচ্ছে কন্টেন্ট রাইটিং ভালোবাসা।

অনেকেই অনেক কিছু বলেন যে একজন কন্টেন্ট রাইটার হতে চাইলে ইচ্ছা, আগ্রহ, ধৈর্য্য এগুলো থাকতে হবে। অনেকেই অনেক ধরনের পরামর্শ দেন। তবে আমি এখানে একটু ব্যতিক্রম। আমি মনে করি একজন কন্টেন্ট রাইটার হতে চাইলে সবার আগে যা করতে হবে তা হচ্ছে কন্টেন্ট লেখার প্রতি ভালোবাসা। 

কেননা কন্টেন্ট লেখা অনেক ধৈর্য্যের কাজ। আপনার যদি লেখালেখি করতে বোরিং লাগে কিংবা আপনার যদি বিরক্ত লাগে তাহলে কিন্তু হবে না। কেননা আমাদের অনেক সময় পিলার কন্টেট লিখতে। পিলার কন্টেট অনেক সময় ৫-১০ হাজার বা তার চেয়েও বেশি শব্দের লিখতে হয়। এই শব্দ নির্ধারণ করতে হয় আমার কম্পিটিটর কত শব্দ লিখেছ তার উপর। এখন এত শব্দ লিখতে অনেকেই ভোর হতে পারেন।

তার জন্য বলেছি কন্টেন্ট রাইটার হতে চাইলে আগে রাইটিংকে ভালোবাসুন। আপনার যদি একটা এফিলিয়েট সাইট থাকে তাহলে কি করেন?  কন্টেন্ট লিখতে হয় তাই না?

এখন এখানে ৩ ধরনের মানুষ আছেন:

১.  কেউ নিজে লিখে

২. অনেকে লিখতে পারেন না তাই বাহির থেকে কন্টেন্ট রাইটার হায়ার করেন

৩. আবার কেউ রয়েছেন লিখতে পারেন কিন্তু এত লিখতে বোরিং হন বা এত লেখার ধৈর্য্য নেই তাই হায়ার হন।

আমি ২ ও ৩ এদেরকে অনেক দেখেছি। ইনফেক্ট আমার অনেক ক্লায়েন্ট রয়েছে যারা লিখতে পারেন কিন্তু সময়ের অভাবে আমাদের কাছে লেখান। যে লিখতে পারে না তার কথা নাহয় ভিন্ন। কিন্তু যে লিখতে পারে সে যদি নিজে লিখতে পারেন সে কেন আমাদের কাছে আসেন জানেন? কারণ তার লেখার প্রতি ধৈর্য্য ও ভালোবাসা নেই। যদি থাকতো তার কিন্তু কন্টেন্ট রাইটার হায়ার করার চিন্তা থাকতো না।

কার কাছে কন্টেন্ট কি আমি জানি না। আমার কাছে কন্টেন্ট হচ্ছে ভালোবাসা। কেননা আমি লিখতে ভালোবাসি। এই যে এখন যে লেখাটা লিখছি সেটিও কিন্তু কন্টেন্ট। আমি কন্টেন্টকে কখনো প্যারা মনে করি না। কেননা কাজটা উপভোগ করি। তাই কন্টেন্ট হোক আর যে কাজ হোক না কেন উপভোগ করতে শিখুন। উপভোগ করলে দেখবেন আপনি কন্টেন্ট রাইটিং খুব স্মুথলি করতে পারবেন। ইনশাল্লাহ এভাবে করলে ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ।

.

Leave a Reply